বাহুবল প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে জমিতে মাছ ধরা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলা সহ ১০ জন আহত হয়েছে, ঘটনাটি ঘটেছে সোমবার ১১ জুলাই বেলা ২ টার দিকে উপজেলার সাতকাপন ইউনিয়নের বানাইত গ্রামে।
আহত ও স্থানীয় সূত্রে জানা যায়,বাহুবল উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের বানাইত গ্রামের মোঃ আলফু মিয়ার ছেলে আজমান মিয়া (৯) ও একই গ্রামের মোঃ রকিব মিয়ার মেয়ে (১০) বাড়ির পাশে একটি জমিতে মাছ ধরতে যায়।
সেখানে দুই বাচ্চার মধ্যে কথা-কাটাকাটি হয়, এ ঘটনার জের ধরে মৃত সাধু মিয়ার ছেলে মোঃ রকিব মিয়া দলবেঁধে দেশীয় অস্ত্র সশস্ত্র নিয়ে বেলা ২ টার দিকে স্থানীয় দুলাল মিয়ার দোকানের সামনে আলফু মিয়ার ছেলে মোঃ ইমন মিয়া(১৭)কে মারধোর করে।
এসময় ইমন মিয়ার সুর-চিৎকার শুনে মোঃ নশা মিয়া(৪৫) সুমন মিয়া(২৫) শাহেনা আক্তার(৪০) ইমন মিয়াকে বাঁচানোর জন্য এগিয়ে আসলে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে উভয় পক্ষের মহিলা সহ প্রায় ১০ জন আহত হয়।
আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বানাইত গ্রামের মৃত লতিফ উল্লাহ,র ছেলে মোঃ নশা মিয়া (৪৫) মৃত সাধু মিয়ার ছেলে মোঃ রকিব মিয়া(৩৫) আলফু মিয়ার ছেলে মোঃ ইমন মিয়া(১৭) কে হাসপাতালে ভর্তি করা হয় এবং আলফু মিয়ার স্ত্রী মোছাঃ শাহেনা আক্তার (৪০) নশা মিয়ার ছেলে সুমন মিয়া (২৫) সহ অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
এ বিষয়ে আহত মোঃ রকিব মিয়ার সাথে কথা হলে তিনি জানান, আমি মারামারি আটকাতে গিয়ে আহত হয়েছি।আহত ইমন মিয়া ও তার লোকজন জানান, গ্রামের দুলাল মিয়ার দোকানের সামনে ইমন মিয়া বসা ছিল, হঠাৎ ইমন মিয়ার উপর দেশীয় অস্ত্র সশস্ত্র নিয়ে হামলা চালায় রকিব মিয়া ও তার বাহিনী।
এসময় নশা মিয়া, সুমন মিয়া, শাহেনা আক্তার এগিয়ে আসলে তাদেরকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে রকিব বাহিনীর লোকজন বলে জানান শাহেনা বেগম।