1. admin@notunkurisylhet.com : notun :
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জাহাঙ্গীর খলিল জোড়া খুনের মামলার প্রধান আসামি বিএনপির কর্মী সাজিয়ে রক্ষার অপচেষ্টা বাহুবলে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত বাহুবলের পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ৪ শিক্ষকসহ নিরাপত্তা কর্মী বহিষ্কার বৈদ্যুতিক তার সংকটে সংযোগ পাচ্ছেন না হাজারো গ্রাহক বাহুবলে রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার যমুন গ্রুপের প্রতিষ্ঠা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা পোরশার নিতপুর সীমান্তে ভাসমান অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার বাহুবল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিনকে পুটিজুরী ইউ/পি চেয়ারম্যান এর বিদায় সংবর্ধনা বাহুবলে গলায় ফাঁস লাগিয়ে ৭২ বছর বয়সী বৃদ্ধর মৃত্যু। নওগাঁর মান্দায় পূর্ব বিরোধের জেরে যুবক খুন, গ্রেপ্তার ১

বাংলাদেশ সৌদি আরবের সাথে সে সকল এলাকায় ঈদ পালন হয়েছে

নতুন কুড়িঁ নিউজ
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ১১০ বার পঠিত
  • নতুন কুড়িঁ নিউজঃ সৌদি আরবে আজ শনিবার (৯ জুলাই) পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। আরব বিশ্বের বেশিরভাগ দেশেও আজ পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। তবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে তা ১০ জুলাই উদ্‌যাপিত হবে। বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে উদ্‌যাপিত হবে আগামীকাল রোববার।

 

সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই আজ দেশের কয়েকটি স্থানে নামাজ ও পশু কোরবানির মধ্যদিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। যারা ঈদ উদযাপন করবেন তারা চট্টগ্রামের সাতকানিয়ার সিলসিলিয়া আলিয়া জাহাগিরিয়া (র.) পীরের অনুসারী।

 

চট্টগ্রামের ৮ উপজেলার ৫০টি গ্রামে আজ ঈদুল আজহা উদযাপিত হবে। এছাড়া দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর, চাম্বল, শেখেরখীল, পুঁইছড়ি, ডোংরা এবং লোহাগাড়ার ধর্মপুর ও কলাউজানেও ঈদুল আজহা উদযাপিত হবে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে মীর্জারখীল দরবার শরিফের অনুসারীরা সকালে ঈদের নামাজ আদায় করবেন ও পশু কুরবানি দেবেন।

 

স্থানীয়রা জানান, প্রায় ২০০ বছর আগেজাহাঁগিরিয়া (র.) পীর সাহেব তার মুরিদদের নির্দেশ দিয়েছিলেন সৌদি আরবে যেদিন চাঁদ দেখা যাবে পরদিন থেকেই বিশ্বের সবখানে রোজা পালন শুরু হবে।

 

একই নিয়মে ঈদুল ফিতর এবং ঈদুল আজহাও পালন করতে হবে। এরপর থেকেই চাঁদ দেখার ওপর নির্ভর করে সারাদেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মির্জারখীল দরবার শরিফের অনুসারীরা সৌদি আরবের রীতি অনুসারে রোজা ও দুটি ঈদ উদযাপন করে আসছেন।

 

বরিশাল মহানগরসহ জেলার বিভিন্ন উপজেলায় প্রায় ৫ হাজার পরিবার আজ ঈদুল আজহা উদযাপন করবে। এজন্য অর্ধশতাধিক মসজিদে ঈদুল আজহার জামাতের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

 

বাবুগঞ্জের খানপুরা, কেদারপুর, মাধবপাশাসহ ৫-৬টি গ্রামের এক হাজারের বেশি পরিবার আজ ঈদ উদযাপন করবে। এ ছাড়া জেলার মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ উপজেলায় এবং সদর উপজেলার চন্দ্রমোহন, পতাং, লাহারহাট গ্রামের দুই হাজার মানুষ আজ ঈদুল আজহা উদযাপন করবেন।

 

পটুয়াখালীর বিভিন্ন উপজেলার প্রায় ২০ গ্রামের মানুষ আজ ঈদুল আজহা উদযাপন করবেন।

 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ও রুপাপাত ইউপিরর ১০টি গ্রামের মানুষ আজ ঈদুল আজহার উদযাপন করবে। উপজেলার মাইটকোমরা গ্রামের বাসিন্দা কাজী সোহান জানান, মাইটকুমড়া জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত হবে।

 

চাঁদপুরের অর্ধশত গ্রামে আজ ঈদুল আজহা উদযাপিত হবে। সৌদি আরব বিশ্বের সঙ্গে মিল রেখে হাজীগঞ্জের বড়কুল পশ্চিম ইউপির সাদ্রার হামিদিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম মাওলানা আবু ইছহাক ১৯২৮ সালে এ প্রথা চালু করেন।

 

এছাড়া নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, শরীয়তপুর, মুন্সীগঞ্জ, দিনাজপুর জেলার কয়েকটি স্থানে আজ ঈদ উদযাপন হবে।

 

এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting