নতুন কুড়িঁ নিউজঃ টাঙ্গাইলের যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতু উত্তরবঙ্গগামীদের পারাপারের একমাত্র প্রবেশদ্বার।
ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
ফলে বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৪০৭টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭২ লাখ ৩৩ হাজার ৫০ টাকা।
এরমধ্যে সেতু পূর্ব পাড়ে ১৮ হাজার ৯২৪টি যানবাহন পারাপার হয়েছে আর টোল আদায় হয়েছে ১ কোটি ২৫ লাখ ১৪ হাজার ৩০০ টাকা এবং সিরাজগঞ্জের সেতু পশ্চিম পাড়ে ১৫ হাজার ৪৮৩টি যানবাহন পারাপার হয়।
এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৭ লাখ ১৮ হাজার ৭৫০ টাকা।
বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী বিষয়টি নিশ্চিত করে জানান, গাড়ির চাপ ধীরে ধীরে বাড়ছে। সেতুর পূর্ব পাড়ে ১১টি টোলপ্লাজা ও পশ্চিম পাড়ে ৯টি টোলপ্লাজা টোল আদায় করা হচ্ছে।
গত ঈদে উভয় পাশে ১৮ পয়েন্ট টোল আদায় করা হয়। এই ঈদে ২টি টোল বুথ বেশি স্থাপন করা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার (৭ জুলাই) ভোর রাত থেকে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে রাবনা বাইপাস পর্যন্ত ২৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়।
এতে তীব্র গরম ও অসহনীয় যানজটের ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। বিশেষ করে নারী ও শিশুরা বিপাকে পড়েন।
অপরদিকে, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা গরুবাহী ট্রাক ব্যতীত যাত্রীবাহী পরিবহন সেতুর গোলচত্বর হয়ে বঙ্গবন্ধু সেতু-ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়কে প্রবেশ করছে।
এতে ওই সড়কেও বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে পরিবহনে ধীরগতি রয়েছে। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ মহাসড়কের বিভিন্ন স্থানে ওয়াচ টাওয়ার স্থাপন করেছে।
মহাসড়কে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানিয়েছেন, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষ এবং মহাসড়কে ফিটনেসবিহীন বেশ কয়েকটি যানবাহন বিকল হওয়ায় যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে পুলিশ এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার দুই লেনের সড়ক একমুখী করেছে।
এছাড়া ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহন এলেঙ্গা থেকে সেতুর দিকে যাচ্ছে। অপরদিকে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী যানবাহন সেতু পার হয়ে ভূঞাপুর সড়ক হয়ে এলেঙ্গা হয়ে ঢাকায় যাচ্ছে। তবে উত্তরবঙ্গ থেকে গরুবাহী ট্রাক একমুখী সড়কের আওতার বাইরে রয়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, রাতের দিকে মহাসড়কের বঙ্গবন্ধু সেতুপূর্ব পাড় হতে এলেঙ্গা পর্যন্ত তিন নাম্বার ব্রিজের কাছে গাড়ি বিকল হওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে।
সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত যানবাহন ধীরগতি চলাচল করলেও বর্তমানে স্বাভাবিক গতিতে চলছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, ফিট নেসবিহীন বিকল হওয়া কয়েকটি যানবাহন রেকার দিয়ে সরাতে সময় লেগেছে। এছাড়া অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।