স্টাফ রিপোর্টার: হবিগঞ্জ সদর উপজেলার আছিপুর গ্রামের শতাধিক দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে তাসনুভা শামীম ফাউন্ডেশন।
মঙ্গলবার বিকেলে ওই গ্রামের কৃতি সন্তান ও ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ শেখ জয়নাল আবেদিন জামালের সহযোগিতায় এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর হাসপাতালের ডাক্তার মোমিন উদ্দিন চৌধুরী।
ফাউন্ডেশনের সদস্য আব্দুল জলিলের সভাপতিত্বে হবিগঞ্জ প্রতিবন্ধী স্কুলের প্রিন্সিপাল ফয়জুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের জেলা প্রতিনিধি আবু নাসের মোহাম্মদ শাহীন, ফাউন্ডেশনের উপজেলা প্রতিনিধি সাংবাদিক সিদ্দিকুর রহমান মাসুম, অ্যাডভোকেট শফিকুল আলম চৌধুরী, মেম্বার জহির আহমদ জুনাব আলী, অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট ফারুক মিয়া প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম সুমন, মডেল আকতার মিয়া,তোফাজ্বল হোসেন।
বক্তারা বলেন, শেখ জয়নাল আবেদিন জামাল অল্প বয়স থেকেই মানবতার কাজ শুরু করেছে। যখন তার দুষ্টুমি করার কথা তখন সে মানবসেবায় দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। তার নেতৃত্বে হবিগঞ্জ জেলা পেরিয়ে সিলেট বিভাগে কাজ করছে তাসনুভা শামীম ফাউন্ডেশন। গত করুনা কালীন সময়েই মরনের ঝুঁকি নিয়ে কাজ করেছে জামাল। সিলেটবাসী যখন বন্যায় আক্রান্ত তখন জামাল রাত দিন কাজ করে শুকনো খাবার প্যাকেট করে কয়েকবার সিলেটবাসীর কাছে পৌঁছে দেয়। জামাল শুধু একটি নামই নয় একটা ইতিহাস হয়ে থাকবে আছিপুর গ্রামবাসীর জন্য।