নতুন কুড়িঁ নিউজঃ সিলেট-০৩ আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিব বলেছেন, বালাগঞ্জের বন্যার সার্বিক পরিস্থিতি প্রধানমন্ত্রীকে অবহিত করছি। উপজেলা প্রশাসন, আমি নিজে ও উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের মাধ্যমে ত্রাণ বিতরণ করছি। ত্রাণের কোনো সংকট হবে না। এ পর্যন্ত ২০০ মেট্রিক টন চাল ও শুকনা খাবার এবং শিশু খাবার বিতরণ হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ ও এলজিইডি সড়কগুলো দ্রুত মেরামত করা হবে বলে জানান তিনি।
আজ রোববার (৩ জুলাই) দিনব্যাপী বোয়ালজুর ইউনিয়নের মাকড়সী, মোকবেলপুর, মোবারকপুর ও বালাগঞ্জ সদর ইউপির কালিয়ারগাঁও, করচারপার এলাকার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন এমপি হাবিবুর রহমান হাবিব।
ত্রাণ বিতরণে অংশ নেন- বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, ইউএনও রোজিনা আক্তার, বোয়ালজুর ইউপি চেয়ারম্যান ও সা. সম্পাদক আনহার মিয়া, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মুনিম, ইউপি সদস্যসহ রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।