এফ আর হারিছ, বাহুবল থেকেঃ বাহুবলে চোরাইকৃত ৪ টি গরু উদ্ধার করেছে বাহুবল মডেল থানা পুলিশ। জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কাজী হাটা গ্রামের মাহবুব উল্লাহ ও ছালা উল্লাহর ৪টি গরু গভীর রাতে গোয়াল ঘর থেকে চুরি করে নিয়ে যায় একদল চোর। পরদিন বুধবার তারা বাহুবল মডেল থানায় একটি জিডিএন্ট্রি করেন। তার পর থানা পুলিশ চোরাই গরু উদ্ধারে অভিযান শুরু করলে গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে এস আই মুল্লা রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ হবিগঞ্জ সদর উপজেলার লস্কর পুর ইউনিয়নের কামার গাও গ্রামের জনৈক রসুন আলীর বাড়ি থেকে চোরাইকৃত ৪ টি গরু উদ্ধার করা হয়। বর্তমানে গরুগুলো তাদের মালিকের হেফাজতে রয়েছে বলে জানিয়েছেন বাহুবল মডেল থানা পুলিশ।