এফ আর হারিছ, বাহুবল থেকেঃ বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের নোয়াঐ গ্রামের বন্যা কবলীত দেড় শতাধিক পরিবারের মধ্যে পুটিজুরী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুদ্দত আলীর ব্যাক্তিগত পক্ষ থেকে শুকনো খাবার, মোমবাতি ও গ্যাস লাইট বিতরণ করা হয়েছে। আজ ( ২৩ জুন) বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে নোয়াঐ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেয়া পরিবারের মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুটিজুরী পুলিশ ফাড়ির এসআই অলি উল্লা, সাবেক মেম্বার এনামুল হক, পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফজলুল হক সহ গ্রামের বিশিষ্ট ব্যাক্তি বর্গ। নতুন করে ওই গ্রামটি বানের পানিতে প্লাবিত হওয়ায় গ্রামের কেটে খাওয়া মানুষের মধ্যে ত্রাণের জন্য হাহাকার শুরু হয়ে গেছে। এ সময় ইউপি চেয়ারম্যান মুদ্দত আলী বলেন, এই দুর্যোগপূর্ণ মুহুর্তে আমার ব্যাক্তিগত পক্ষ থেকে গ্রামের বন্যা কবলীত সব পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ কর্মসুচি পর্যায়ক্রমে অভ্যাহত থাকবে। সাথে সাথে সরকারী, বেসরকারী ও সমাজের সকল স্থরের বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহবান জানান তিনি।