নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে উপজেলা প্রশাসনের উদোগে বন্যা কবলিত মানুষদের মাঝে ত্রাণ বিতরন করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার স্নানঘাট ইউনিয়নের কালাপুর আশ্রয়ন প্রকল্পের পানিবন্দী মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক বিজেন ব্যানার্জী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা, সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমীন সাংবাদিকবৃন্দ।
গতকাল মঙ্গলবারও ওই ইউনিয়নের বন্যা কবলিত মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার।
বন্যার্ত মানুষদের যাতে কোন কস্ট না হয় সব সময় সে খোঁজ খবর রাখছেন। একজন নারী হয়েও নৌকা দিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন ইউএনও।