নিজস্ব প্রতিনিধিঃ বাহুবলে পূর্ব বিরোধের জের ধরে এক মহিলাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে প্রতিপক্ষের লোকজন,আশংকা জনক অবস্থায় ঐ মহিলাকে ঢাকার একটি হাসপাতালে প্রেরণ করা হয়েছে, ঘটনাটি ঘটেছে সোমবার ২০ জুন বিকেলে উপজেলার মুগকান্দী গ্রামে।
জানা যায়, বাহুবল উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের মুগকান্দী গ্রামের দরছ মিয়ার স্ত্রী মোছাঃ আম্বিয়া খাতুন(৪৮) হবিগঞ্জে অসুস্থ মেয়ের জামাইকে দেখে সোমবার বিকাল প্রায় ৫টার দিকে বাড়িতে ফিরছিলেন, তিনি দক্ষিণ মুগকান্দী গ্রামের ব্রীজের কাছে
পৌঁছামাত্রই প্রতিবেশী সাবাজ মিয়া,মামুন মিয়া ও আক্কাস মিয়ার নেতৃত্বে পূর্ব থেকে উৎ পেথে থাকা তাদের লোকজন দরছ মিয়ার স্ত্রী আম্বিয়া খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে,এসময় আম্বিয়া খাতুনের সুর-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে উপস্থিত লোকজন রক্তাক্ত অবস্থায় দরছ মিয়ার স্ত্রী আম্বিয়া খাতুনকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে আসলে আম্বিয়া খাতুনের অবস্থা গুরুতর ও আশংকা জনক হওয়ায় তাকে ঢাকার একটি হাসপাতালে প্রেরণ করা হয়।বর্তমানে আম্বিয়া খাতুনের অবস্থা আশংকাজনক বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মামুন মিয়া ও আক্কাস মিয়া নামে ২ জনকে আটক করেছে বাহুবল মডেল থানা পুলিশ।মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত মামুন মিয়া ও আক্কাস মিয়াকে বাহুবল মডেল থানার মামলা নং(১৩) মুলে আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করলে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ইন্সপেক্টর তদন্ত প্রজিত কুমার দাস।