সাগর আহমেদ বিশেষ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলায় বিভিন্ন এলাকা নতুন করে প্লাবিত হচ্ছে গত কয়েক দিনের টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কালনী-কুশিয়ারা ও খোয়াইসহ বিভিন্ন নদ-নদীর পানি বেড়েই চলছে। আর এতে করে হবিগঞ্জে প্রতিনিয়ত প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।
এরই মধ্যে হবিগঞ্জের বিভিন্ন উপজেলার অন্তত শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার পরিবার। চরম দূর্ভোগে পড়েছে লাখ লাখ মানুষ। ইতোমধ্যে প্রায় ৩ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে পৌঁছে দেয়া হচ্ছে খাদ্য সহায়তা ।
এছাড়াও নবীগঞ্জ, বানিয়াচং, লাখাই ও মাধবপুর উপজেলার দুটি ইউনিয়ন সহ নতুন করে আরো অন্তত ৯০ টিরও অধিক গ্রামে পানি প্রবেশ করেছে বলে খবর পাওয়া গেছে। নতুন করে প্লাবিত হওয়া এলাকাগুলো থেকে সাধারণ মানুষদের উদ্ধারে কাজ করছে জেলা প্রশাসনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শনে যান এবং বন্যা দুর্গতদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। পরিদর্শন কালে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক। তিনি আরো জানান লাখাই, আজমিরীগঞ্জ,,নবীগঞ্জ ও বানিয়াচং উপজেলায় বন্যা দুর্গতদের জন্য ইতিমধ্যে বেশ কিছু আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গত ও পানিবন্দী মানুষদের এই আশ্রয় কেন্দ্র গুলোতে দ্রুততম সময়ে আশ্রয় গ্রহণের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
কেউ জলাবদ্ধ থাকলে অথবা কারো খাদ্য বা ঔষধ সহায়তা প্রয়োজন হলে তাকে তাৎক্ষণিকভাবে ৩৩৩ এ কল করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
কাঙ্ক্ষিত সেবাটি হবিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে সুবিধাভোগীর ঠিকানায় পৌঁছে দেয়া হবে।