জুবায়ের আহমেদ, বাহুবল (হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে দ্রুতগ্রামী পিকআপ ভ্যানের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে,আশংকাজনক অবস্থায় তাদেরকে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে, ঘটনাটি ঘটেছে সোমবার ৭ জুন বিকাল ৩টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের ব্রীজলী ব্রীজের সামনে।
জানা যায়,বাহুবল বাজার থেকে মোটরসাইকেল যুগে রাজু মিয়া(১৮) রায়হান মিয়া(২৪) ও নিজামুদ্দিন(১৯) তারা ৩ বন্ধু ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে পুটিজুরী যাচ্ছিলেন, পথমধ্য হঠাত করে একটি দ্রুত গ্রামী পিকআপ ভ্যান ঢাকা মেট্রো ২০-৫৮৫২ মোটরসাইকেলকে ধাক্কা মারলে তারা ৩ বন্ধু মহাসড়কের নিচে পড়ে যায়, এ সময় রাজু মিয়া ও রায়হানের হাত পা-ভেঙে যায়। সাথে থাকা নিজামুদ্দিনও আহত হয়।
এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশংকাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আহতরা হলেন, উপজেলার পুটিজুরী ইউনিয়নের মীরেরপাড়া গ্রামের জালাল মিয়ার ছেলে রাজু মিয়া(১৮) আব্দুল মান্নানের ছেলে রায়হান মিয়া(২৪) ও আলতা মিয়ার ছেলে নিজামুদ্দিন(১৯)। এসময় নিজামুদ্দিনকে বাহুবল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়, রাজু মিয়া ও রায়হান মিয়াকে সিলেট ওসমানীতে প্রেরণ করা হয়েছে।