নতুন কুড়িঁ নিউজঃ কুমিল্লার নাঙ্গলকোটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক অটোরিক্সার ড্রাইভারকে খুন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বিকাল ৫ টার সময় পৌরসভার নাগোদা গ্রামের মফিজুর রহমানের চা দোকানের সামনে।
নিহত মনির হোসেন (৪২) নাগোদা গ্রামের মৃত তিতু মিয়ার ছেলে। তিনি ৩ সন্তানের জনক। এ ঘটনার পর ঘাতক খুনি শরীফ(৩২) পলাতক রয়েছে। সেই পাশের চৌগুড়ী গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে।
নিহতের স্ত্রী কুলসুম বেগম বলেন, শনিবার বিকাল ৫টার দিকে তার স্বামী বাড়ী থেকে অটোরিক্সা নিয়ে বের হয়। পথে মধ্যে নাগোদা মফিজুর রহমানের দোকানের সামনে এলে পাশের চৌগুড়ী গ্রামের শরীফ চুরি নিয়ে তাকে এলোপাতাড়ী কুপিয়ে খুন করে।
স্থানীয়রা মনিরকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা ৫০শর্য্যা হাসপাতালে নিয়ে যায়। দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহতের মা রোকেয়া বেগম বলেন, গত ১০ জুন শুক্রবার শরীফ মনিরের ছোট ভাই মুকবুল হোসেনকে গালমন্দ করে। এ নিয়ে দু’জনের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে শরীফ রাত ৭টার সয়ম চুরি নিয়ে মুকবুলকে কুপিয়ে আহত করে। তাকে চিকিৎসা দিয়ে বাড়ীতে রাখা হয়েছে।
এর জের ধরে শনিবার ঘাতক শরীফ মুকবুলের বড় ভাই মনিরকে একা পেয়ে চুরি দিয়ে কুপিয়ে খুন করে। ঘাতকের কঠিন শাস্তির দাবী জানান তিনি।
এ রিপোর্ট লেখা পযর্ন্ত নাঙ্গলকোট থানার ওসি মো: ফারুক হোসেন খুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। বিষয়টি তদন্তনাধীন রেেয়ছে।