নতুন কুড়িঁ নিউজঃ রাজধানীর মিরপুরে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য আসিফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে কবির চৌধুরী মুকুলের বাহিনীর কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে থানায় মামলা নেয়নি বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, বুধবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা-১৪ আসনের এমপি আঁগা খান মিন্টুর শাহ আলী মাজারের পাশের অফিসে যান আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য আসিফ। তিনি আসন্ন শাহ আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী।
এসময় কবির চৌধুরী মুকুলের কিশোর গ্যাংয়ের সদস্য সিফাত, লেলিন, মারুফ, ফয়সাল, আকিব আওয়াল, আলমগীর হোসেন ও খোকন হঠাৎ এলোপাতাড়ি ভাবে মারতে থাকে। কিলঘুষি মারতে মারতে রাস্তায় নিয়ে আসে।
এসময় সন্ত্রাসীদের একজন ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। আহত অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে মাথায় ১০টি সেলাই দেওয়া হয়।
হাসপাতালের ডাক্তাররা জানিয়েছেন, মাথার আঘাত খুবই গুরুতর পুরোপুরি সুস্থ হতে প্রায় দেড় দুই মাস লাগতে পারে।
আসিফ আলী অভিযোগ করেন, আগা খাঁন মিন্টুর ভাগ্নে কবির চৌধুরী মুকুলের কর্মী সমর্থক ও তার নেতৃত্বেই এই ঘটনা হয়েছে। কারণ এমপির নাম ভাঙিয়ে মুকুল মিরপুর ১৪ আসন এলাকায় চাঁদাবাজি, জমিদখলসহ বিভিন্ন অবৈধ কাজ করেন। এর প্রতিবাদ করায় এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।
এই ঘটনায় থানায় অভিযোগ দেয়া হলেও মামলা গ্রহণ করেনি পুলিশ। এ প্রসঙ্গে জানতে মুকুল চৌধুরীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে মোবাইলে পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান জানান, দু’পক্ষ থেকেই অভিযোগ জমা দেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।