বাহুবল প্রতিনিধি।। বাহুবলে পূর্ব বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের উপর হামলা চালিয়ে রক্তাক্ত করার ঘটনায় মামলা দায়েরের জের ধরে নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এতে মামলার ভয়ে আতঙ্কে রয়েছেন উপজেলার মৌড়ি গ্রামের বৃদ্ধ জিতেন্দ্র শুক্ল বৈদ্য।
মামলা সূত্রে জানা যায়, মৌড়ি গ্রামের নীলমনি বৈদ্যের ছেলে লিটন বৈদ্যের সাথে বিরোধ চলে আসছে পার্শ্ববর্তি রামপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে ফুল মিয়ার। এর জের ধরে গত ১৯ মে সকাল ১০ টার দিকে লিটন বৈদ্য পাহাড় থেকে লাকড়ি নিয়ে বাড়ি ফেরার পথে ফুল মিয়া ও তার ছেলে ছালেক মিয়া তার উপর হামলা চালায়। এতে লিটন গুরুতর আহত হয়।
এসময় স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় লিটনকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে ২৩ মে লিটন বৈদ্য বাদি হয়ে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফুল মিয়া ও তার ছেলে ছালেক মিয়াকে আসামি করে মামলা দেন।
এতে ফুল মিয়া ক্ষিপ্ত হয়ে গত ৩১ মে লিটনের পঞ্চায়েত মুরুব্বি মৃত পচন শুক্ল বৈদ্যের ছেলে জিতেন শুক্ল বৈদ্যকে আসামি করে হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হয়রানিমূলক চাদাবাজির মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআই হবিগঞ্জকে নির্দেশ দিয়েছেন।
জিতেন্দ্র বৈদ্য জানান, লিটনকে সহযোগিতা করার অভিযোগ এনে ক্ষিপ্ত হয়ে ফুল মিয়া তার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করেছেন।
এদিকে লিটন বৈদ্যের দায়ের করা মামলায় পুলিশ ৬ জুন ফুল মিয়াকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।