নিজস্ব প্রতিবেদনঃ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষে সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য! গত ৩০মে ২০২২ইং রোজ সোমবার জমিয়তের কেন্দ্রীয় সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দিন, সহ সভাপতি আল্লামা আব্দুর রব ইউসুফী ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিলেটের বন্যাকবলিত এলাকা পরিদর্শন, ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ, ত্রাণ সামগ্রী ও নির্মান সামগ্রী বিতরণ করে।
তারই ধারাবাহিকতায় আজ (৭ই জুন) মঙ্গলবার জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন যাকারিয়ার নেতৃত্বে আরেকটি টিম সিলেটের বিভিন্ন উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ, নগদ অর্থ ও নির্মাণ সামগ্রী বিতরণ করছে। পাশাপাশি নেতৃবৃন্দ গতকাল সিলেটে পাহাড় ধসে নিহতদের পরিবারের অন্যান্য আহত সদস্যদের চিকিৎসার খোঁজ-খবর নিতে ও সহযোগিতা করবেন বলে জানা গেছে।
জমিয়তের সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মিরপুর আরজাবাদ মাদ্রাসার মুহতামীম মাওলানা বাহাউদ্দীন জাকারিয়ার নেতৃত্বে উক্ত টিমে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্য থেকে আরো যারা রয়েছেন তারা হলেন যুগ্ম মহাসচিব মাওলানা লোকমান মাযহারী, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা নুর মোহাম্মদ কাসেমী, মাওলানা আখতারুজ্জামান, সহ সাংগঠনিক সম্পাদক মুফতি নাসিরুদ্দিন খান ও মাওলানা হেদায়েতুল ইসলাম প্রমুখ!
জমিয়তের কেন্দ্রীয় ও স্থানীয়ভাবে ক্ষতিগ্রস্তদের খোঁজ-খবর নেয়া ও সহায়তা প্রদান চলমান থাকবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।