বাহুবল প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে হিন্দু পরিবারকে মারধোরের ঘটনায় আহত লিটন শুক্লবৈদ্যের মামলায় অভিযুক্ত মোঃ ফুল মিয়া(৫৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার ০৫ জুন দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার রামপুর এলাকা থেকে ফুল মিয়াকে গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা যায়,বাহুবল উপজেলার ৪নং সদর ইউনিয়নের মৌড়ি গ্রামের নীলমিন শুক্রবৈদ্যের ছেলে লিটন শুক্লবৈদ্য ও প্রতিবেশী রামপুর গ্রামের মৃত আব্দুল জব্বার মিয়ার ছেলে মোঃ ফুল মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো।
গত ১৯ মে সকাল ১০ টার দিকে পাহাড় লাকড়ি নিয়ে লিটন শুক্লবৈদ্য(৩৫) ফুল মিয়ার জমির উপর দিয়ে যাচ্ছিলো, এসময় ফুল মিয়া ও তার ছেলে ছালেক মিয়া(৩৫) লিটন শুক্লবৈদ্যকে তাদের জমির উপর দিয়ে যাইতে বাঁধা নিষেধ করে, এ নিয়ে লিটন শুক্লবৈদ্য, ফুল মিয়া ও তার ছেলে ছালেক মিয়ার মধ্যে কথা-কাটাকাটি শুরু হয় ,এক পর্যায়ে ফুল মিয়ার ছেলে ছালেক মিয়া উত্তেজিত হয়ে লিটন শুক্লবৈদ্যকে মারধোর করলে সে গুরুতর আহত হয়।
এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে লিটন শুক্লবৈদ্যকে আহত অবস্থায় উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি চিকিৎসার করানো হয়,এ ঘটনায় গত ২৩ মে লিটন শুক্লবৈদ্য বাদী হয়ে ফুল মিয়া ও তার ছেলে ছালেক মিয়ার বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট(কগ)আদালত হবিগঞ্জে মামলা দায়ের করলে মামলাটি রুজু করে আসামী ধরার জন্য বাহুবল মডেল থানা পুলিশকে নিদের্শ দেন বিজ্ঞ আদালত।
রবিবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা এস আই এম,এ ফারুক মিয়ার নেতৃত্বে একদল পুলিশ নিয়ে রামপুর এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামী ফুল মিয়া(৫৫) কে গ্রেফতার করা হয়।রবিবার বিকেলেই আদালতের মাধ্যমে ফুল মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এম,এ ফারুক মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফুল মিয়াকে দুপুরে তার গ্রামের পাশ থেকে গ্রেফতার করে বিকেলেই আদালতে প্রেরণ করা হয়েছে।