নতুন কুড়িঁ নিউজঃ কুষ্টিয়ার ভেড়ামারায় চুরি যাওয়া ইজিবাইক উদ্ধারসহ মো. নাহিদ(২৮) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার দুপুর ১২ টায় চুরি হওয়া ইজিবাইক দিবাগত রাত তিনটার দিকে চাঁদগ্রাম থেকে উদ্ধার ও নাহিদ নামে একজন আটক হয়।
আটক নাহিদ দৌলতপুর উপজেলার বিল আমলা চরপাড়া গ্রামের মৃত নাসির উদ্দীন মালিথার ছেলে।থানা পুলিশ সুত্রে জানাগেছে, দৌলতপুর উপজেলার হোসেনাবাদ গ্রামের দেলোয়ার হোসেন গত বুধবার দুপুর ১২ টার দিকে কাচারীপাড়ার ঢাকা ট্রান্সপোর্টের গোডাউনের সামনে ইজিবাইকটি রাখেন।
এসময় ৩ জনের অজ্ঞাত ব্যক্তি ইজিবাইক চুরি করে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পরই দেলোয়ার হোসেন ভেড়ামারা থানায় একটি অভিযোগ দায়ের করেন। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মজিবুর রহমানের নেতৃত্বে থানা পুলিশ তখনই বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।
সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও ডিজিটাল প্রযুক্তির সহায়তা নিয়ে চুরি যাওয়া ইজিবাইক ভেড়ামারা-মিরপুর সড়কের চাঁদগ্রাম থেকে উদ্ধারসহ নাহিদ নামে একজনকে আটক করে পুলিশ। এবিষয়ে বৃহস্পতিবার থানায় মামলা হয়েছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, আটক ইজিবাইক চোর মো. নাহিদ আন্তঃজেলা চোর চক্রের সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।