জুবায়ের আহমেদ বাহুবল প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে যোজনাল নদী থেকে দরবেশ আলী(৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ০১ জুন বেলা ২ টার দিকে উপজেলার ছোয়াপুর এলাকার পাশে যোজনাল নদী থেকে লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বাহুবল উপজেলার ছোয়াপুর গ্রামের ফুফা সাহেব আলীর বাড়িতে দরবেশ আলী থাকতো, গত মঙ্গলবার রাত থেকে দরবেশ আলীকে খোঁজে পাচ্ছিলো না ফুফা সাহেব আলী।
বুধবার সকালে যোজনাল নদীতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয়রা, এসময় ফুফা সাহেব আলী এসে দরবেশ আলীকে সনাক্ত করেন।
সাহেব আলী বিষয়টি থানা পুলিশকে অবগত করলে বাহুবল মডেল থানার এস আই মোল্লা রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে দরবেশ আলীর লাশ উদ্ধার করে নিয়ে আসেন।
নিহত দরবেশ আলী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শংকর সোনা গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে। সে কিছুদিন যাবত বাহুবল উপজেলার ছোয়াপুর গ্রামের ফুফা সাহেব আলীর বাড়িতে থাকতো।