সাগর আহমেদ বিশেষ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক ইশরাত জাহান ২০২১-২২ অর্থবছরে শুদ্ধাচার পুরষ্কার প্রদানের জন্য মনোনীত হন।
সোমবার (৩০ শে মে ২২)ইং দুপুরে জেলা প্রশাসক এর প্রেইজে বিষয় টি প্রকাশ করা হয়। পেশাগত দায়িত্ব জ্ঞান দক্ষতা নির্ভরযোগ্যতা কর্তব্যনিষ্ঠা শৃঙ্খলাবোধ ও প্রতিষ্ঠানের বিধি-বিধানের প্রতি শ্রদ্ধাশীলতাসহ বিভিন্ন সুচকের ভিত্তিতে সিলেট বিভাগের মধ্যে জেলা কার্যালয়ের প্রধান হিসেবে শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হলেন হবিগেঞ্জর জেলা প্রশাসক ইশরাত জাহান।
বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন স্বাক্ষরীত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
২০২১সালে ৬মার্চ ইশরাত জাহান জেলা প্রশাসক হিসেবে হবিগঞ্জে যোগদান করেন।
তিনি ২২তম বিসিএস এ ক্যাডার হিসেবে উত্তীর্ণ হন। সুখী সমৃদ্ধ সোনার বাংলা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেন।
হবিগঞ্জ জেলায় জেলা প্রশাসক হিসেবে শুদ্ধাচার পুরস্কার গ্রহণ করবেন তিনি। পুরস্কার হিসেবে তিনি একটি সার্টিফিকেট ও এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ পাবেন বলে জানা যায়।