1. admin@notunkurisylhet.com : notun :
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৪:১২ অপরাহ্ন

বাংলাদেশে চা শিল্পে বঙ্গবন্ধুর অবদান অবিস্মরণীয়” এন টিসির সভাপতি শেখ কবির হোসেন’

নতুন কুড়িঁ নিউজ
  • প্রকাশের সময় : শনিবার, ২১ মে, ২০২২
  • ১১৭ বার পঠিত

নতুন কুড়িঁ নিউজঃ হবিগঞ্জের চুনারুঘাটে চন্ডি ছড়া চাবাগানে ন্যাশনাল টি কোম্পানীর কর্তৃক আয়োজিত সিলেট, মৌলভীবাজার,  হবিগঞ্জের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এবং  ন্যাশনাল টি কোম্পানী লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ ও বিভিন্ন বাগানের কর্মকর্তাবৃন্দদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার  ২১ মে বিকেলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার  চন্ডিছড়া চা- বাগের লস্করপুর টি আলী ক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জের  ডিআইজি মফিজ উদ্দিন পি পি এম ।

 

তিনি   বলেন,  চা- শিল্প রক্ষার্থে  পুলিশ প্রশাসন সব সময় পাশে আছে, বাংলাদেশে চা শিল্পের বিকাশে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।

 

চা- বাগানে কোন অবস্থাতেই আইনশৃঙ্খলা বিঘ্ন করা যাবে না, চা-বাগানে  গাছ চুরিতে যদি কোন স ‘মিলের লোক জড়িত থাকে তদন্তে পাওয়া যায় , তাহলে স”মিল মালিককে গ্রেফতার করা হবে।

 

কাজেই  চুরাই গাছ স’ মিলে রাখার আগে যাচাই করে রাখতে হুশিয়ারী দেন।

 

ন্যাশনাল টি কোম্পানির সভাপতি শেখ কবির হোসেনে বলেন, চা শিল্পে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অবিস্মরণীয়৷

 

তিনি একসময়  বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান ছিলেন, সে সময়ে চা শিল্পে মাঠ ও কারখানা উন্নয়ন এবং শ্রম কল্যাণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে৷

 

জাতীয় অর্থনীতিতে চা শিল্পের গুরুত্ব অপরিসীম এবং সুদূরপ্রসারী৷ ন্যাশনাল টি কোম্পানীর সভাপতি  গত ৮ মে সাতছড়ি চা-বাগানের  চুরাই হওয়া গাছসহ সংশ্লিষ্ট চুরদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করায় সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানানিয়ে বলেন, চা- শিল্প রক্ষা করতে ভবিষ্যতেও পুলিশ প্রশাসনের সহযোগিতা চান ।

 

তিনি বলেন, সকলের সহযোগিতা পেলে চা শিল্প আরো উন্নতি হবে।

 

তাসফিয়া আহমেদ  চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল টি কোম্পানীর  ম্যানেজিং ডাইরেক্টর মাসুদ আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিশারুল আরিফ,  হবিগঞ্জের জেলা প্রশাসক, ইশরাত জাহান, হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি, ন্যাশনাল টি কোম্পানীর পরিচালক মোস্তাফিজুর  রহমান, শাকিল রেজবি,  চা- সংসদের চেয়ারম্যান শাহ আলম, ফিনলে টির সিইও, তাসিন আহমেদ , চন্ডিছড়া চা- বাগানের ব্যবস্থাপক মুরাদ হোসেন, মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ মাহমুদ হাসান,  মাধপুর সার্কেল মহসিন আল মুরাদ, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আলী আশরাফ,  মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুর রাজ্জাক,  হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: রাসেল চৌধুরী,  সাধারণ সম্পাদক মোঃ রাশেদ আহমেদ খান,  চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মো: জামাল হোসেন লিটন, সাংবাদিক ফোরামের সভাপতি  খন্দকার আলা উদ্দিনসহ আরো অনেকেই।

 

চা- বাগান কর্তৃপক্ষ বাগানের গাছ চুরি, মাদকসহ  নানা সমস্যা তুলে ধরনের।

 

আইনশৃঙ্খলা বাহিনী তাদের সকল সমস্যা সমাধানের জন্য কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।

 

এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting