নবীগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের লোঁগাও গ্রামে প্রতিপক্ষের নির্মম হামলায় নিহত তরুণ ব্যবসায়ী জাহান মিয়া হত্যা মামলার পলাতক আসামী আব্দুল জব্বারের পুত্র পলাতক জাকির মিয়া (২৬) নামের যুবককে গোপন সূত্রে খবর পেয়ে চট্রগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব-৯।
শ্রীমঙ্গল ক্যাম্পের একদল অভিযানিক দল৷ ধৃত জাকিরকে গত ১৯ মে রাতে নবীগঞ্জ থানায় সোপর্দ করলে পুলিশ তাকে হবিগঞ্জ কোর্টের মাধ্যমে ২০ মে সকালে জেল হাজতে প্রেরণ করে৷
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানাযায়, উপজেলার গজনাইপুর ইউনিয়নের লোঁগাও গ্রামের কৃষক আব্দুল কাইয়ুম এর সাথে একই গ্রামের আব্দুল জব্বার গংদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ চলে আসছিল৷
এরই জেরধরে গত ৩০ এপ্রিল বিকাল অনুমান সাড়ে ৫টার দিকে আব্দুল জব্বারের নির্দেশে তার দলবল নিয়ে অস্ত্র শস্ত্র সহকারে একতরফা হামলা চালায় আব্দুল কাইয়ুমের ভাই আব্দুল ওয়াহিদের উপরে তাকে হত্যার উদ্দেশ্য, এসময় পিতাকে বাঁচাতে এগিয়ে আসেন তার ছেলে তরুণ ব্যবসায়ী মোঃ জাহান মিয়া,সে তার বাবাকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করলে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে জাহানের মাথায় বেপরোয়া কুপিয়ে তাকে ক্ষত-বিক্ষত করে, এতে জাহানের মাথাটি তেতলে যায়৷
এসময় লাঠিয়াল বাহিনীর আক্রমনে আহত হন আরো ৪ জন৷ আহতদের উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে
এর মধ্যে জাহান ও তার পিতা আব্দুল ওয়াহিদকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়৷
সেখানে চিকিৎসাধীন জাহানের অবস্থার অবনতি ঘটলে চিকিৎসক তাকে আইসিওতে তড়িৎ পদক্ষেপে স্থানান্তর করার পরামর্শ দিলে তাৎক্ষনিক তাকে সিলেটের নুরজাহান প্রাইভেট হসপিটালের আইসিওতে নিয়ে ভর্তি করা হয়৷
সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত ৫ মে সকালে মারা যান জাহান মিয়া৷
এঘটনায় নিহতের চাচা আব্দুল কাইয়ূম বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন৷ মামলা দায়েরের পর থেকেই আসামীরা আত্মগোপনে চলে যায়৷ এরই প্রেক্ষিতে পলাতক আসামীদের গ্রেপ্তারে মাঠে নামেন র্যাব-৯ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী৷
এরই ধারাবাহিকতায় বন্দর নগরী চট্রগ্রামে আত্মগোপনে থাকা মামলার ৩নং আসামী জাকির মিয়াকে গত ১৯ মে গ্রেফতার করে নবীগঞ্জ থানায় সোপর্দ করে র্যাব-৯।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জাকির গ্রেফতারের সত্যতা স্বীকার করেন এবং অন্যান্য পলাতক আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান।