নতুন কুড়িঁ নিউজঃ পানিবন্ধি অর্ধশতাধিক লোকদের মাঝে শুকনো খাবার বিতরণ করলেন মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহমদ
সিলেট শহরের বিভিন্ন এলাকার পানিবন্ধি রিক্সা চালক,ফুটপাতের ব্যবসায়ীসহ অর্ধশতাধিক অসহায় লোকজনের মধ্যে শুকনা খাবার বিতরন করেছেন মিরপুর ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান শামীম আহমদ।
বৃহস্পতিবার রাতে শহরের তালতলা, জামতলা ও উপশহরসহ শহরের অসহায় হতদরিদ্র বিভিন্ন লোকদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।
খাবারের প্যাকেটে ছিল চিড়া মুড়ি বিস্কুট সাবান গুড় ব্রেডসহ বিভিন্ন খাদ্যদ্রব্যে।
খাদ্য বিতরনের সময় উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও বাহুবল প্রেসক্লাব সেক্রেটারী সিদ্দিকুর রহমান মাসুম,বাহুবল উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এফ আর হারিছ ও বাহুবল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নতুন কুড়ি সিলেটের সম্পাদক ছাদিকুর রহমান প্রমুখ।
চেয়ারম্যান শামীম আহমদ মেম্বার থাকাকালীন সময় থেকেই হত দরিদ্রদের পাশে থেকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে আসছিলেন। করোনা কালীন সময়েও খাদ্র সামগ্রী মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন।
চেয়ারম্যান শামীম আহমদ বলেন, সিলেট আমার প্রানের শহর,সেখানে আমার নারীর টান রয়েছে,সেই নারীর টানে আজ সামান্য কিছু খাবার নিয়ে আমার পানি বন্ধি দিনমজুর ভাইদের কাছে পৌঁছে দিয়েছি। আমি আমার সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি অসহায়দের মুখে হাসি ফুটাতে।