সিদ্দিকুর রহমান মাসুম: হবিগঞ্জের বাহুবলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব ১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব ১৭) উদ্বোধন করা হয়েছে।
রবিবার বিকেল ৩টা ৪৫ মিনিটে খেলাটি উদ্বোধন করেন হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নেওয়াজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা।
প্রথম দিনের খেলায় অংশ গ্রহন করেন মিরপুর ইউনিয়ন ও বাহুবল সদর ইউনিয়নের খেলোয়ারবৃন্দ।
খেলায় এক গোলে বাহুবল ইউনিয়ন পরিষদকে হারিয়ে মিরপুর ইউনিয়ন পরিষদকে বিজয়ী ঘোষনা করা হয়।