নতুন কুড়িঁ নিউজঃ হবিগঞ্জের বাহুবল উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্ট বালক( অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব বালিকা (অনুর্ধ্ব- ১৭) এর খেলা উদ্বোধন করা হয়েছে।
১৫ মে রবিবার বিকাল ৪ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খেলাটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন হবিগঞ্জ, ১ বাহুবল-নবীগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব গাজী মোহাম্মদ শাহনওওয়াজ মিলাদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ কুটি, বাহুবল উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, বাহুবল সদর ইউনিয়ন চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, মিরপুর ইউনিয়ন চেয়ারম্যান শামীম আহমেদ, লামাতাশি ইউনিয়ন চেয়ারম্যান উস্তার মিয়া তালুকদার, সহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ ওয়ার্ড মেম্বার ও ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। আজকের খেলা ছিল বাহুবল সদর ইউনিয়ন বনাম মিরপুর ইউনিয়ন পরিষদের মধ্যে।