বিশেষ প্রতিনিধি” হবিগঞ্জে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরীর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক অধিদপ্তর হবিগঞ্জের উপপরিচালক মোঃ মাহবুবুল আলম এর সার্বিক সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
এ সভায় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ইসমত আরা জলি, হবিগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা, সাহিত্যিক এবং নজরুল গবেষক তাহমিনা বেগম গিনি সহ অন্যান্য অতিথি বৃন্দ।
বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা হতে ৪০তম বিসিএস ক্যাডারে সুপারিশকৃত কর্মকর্তাদের মায়েদের ফুলের তোড়া দিয়ে সম্মাননা প্রদান করা হয়।