নিজস্ব প্রতিনিধিঃ বাহুবলে পাওনা টাকা চাওয়াতে শ্রমিককে মারপিঠের অভিযোগ উঠেছে আফরোজ মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে আহত শ্রমিক আব্দুল কাইয়ূম(১৮) কে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে পহেলা মে রাত ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিন গেইটের সামনে।
জানা যায়,বাহুবল উপজেলার জাঙ্গালিয়া গ্রামের আব্দুল মালিকের ছোট ভাই আব্দুল কাইয়ুম ২/৩জন শ্রমিক নিয়ে একই গ্রামের আফরুজ মিয়ার ছেলে তুহিন মিয়ার রাস্তা মেরামতের কাজ করে,কাজ শেষ হলেও কাইয়ূমকে কোন টাকা দেয়নি তুহিন মিয়া।
এ নিয়ে পহেলা মে রাত ১০টার দিকে হাসপাতাল এলাকায় এক বিচার সালিশ বসে,বিচার সালিশ চলা অবস্থায়ই দু’পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়,এক পর্যায়ে আফরোজ মিয়া উত্তেজিত হয়ে আব্দুল কাইয়ূমকে হাতে থাকা ম্যাগ লাইট দিয়ে মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়,রক্তাক্ত অবস্থায় আব্দুল কাইয়ুমকে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়।
এব্যাপারে আহত আব্দুল কাইয়ূমের বড় ভাই আব্দুল মালিক জানান,আমার ছোট ভাই আব্দুল কাইয়ূম ২/৩ জন নিয়ে আফরোজ মিয়ার ছেলে তুহিন রাস্তা মেরামতের কাজ করে,সামনে ঈদ এখন পর্যন্ত তুহিন মিয়া তাদের টাকাগুলো দিচ্ছেনা।
বিষয়টি নিয়ে স্থানীয় মুরুব্বীরা বিচার সালিশে বসেন, কিন্ত বিচার সালিশ চলা অবস্থায় আফরোজ মিয়া তাদের টাকা পয়সা না দিয়ে উল্টো আমার ভাইকে মারপিঠ করে,আফরোজ মিয়ার লাইটের আঘাতে আমার ভাই গুরুতর আহত হয়,আহত অবস্থায় কাইয়ুম কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।