স্টাফ রিপোর্টারঃ ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বাজার সঈদপুর স্ট্যান্ডে দীর্ঘদিন যাবত হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের চেকাররা স্থানীয় প্রভাব বিস্তার করে নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চালিয়ে আন্তঃজেলা পরিবহনের শ্রমিকদের নানাভাবে হয়রানি ও হামলা নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে৷
গত ২৭ এপ্রিল বুধবার ইফতারের পূর্ব মুহুর্তে বিকাল অনুমান সাড়ে ৫ টায় ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলরত আন্তঃজেলা পরিবহন যাত্রীবাহী বাস মিতালীতে যাত্রী উঠতে বাধা দেন হবিগঞ্জ সিলেট বিরতিহীন বাসের চেকার, উমরপুর গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র সাজু মিয়া ও তার লোকজন৷
একপর্যায়ে মিতালী পরিবহনে যাত্রী উঠানোকে কেন্দ্র করে মিতালী বাসের সুপার ভাইজার ও নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের জিয়াপুর গ্রামের মৃত আব্দুল মুহিতের ছেলে খোকন মিয়াকে বেপরোয়া হামলা চালিয়ে মাথায় মারাত্মক রক্তাক্ত জখম করা হলে স্থানীয়দের সহায়তায় হামলাকারীদের কবল থেকে উদ্ধার করলে ভাগ্যক্রমে বেঁচে যান খোকন মিয়া,নয়তো হামলাকারীরা তাকে প্রাণে হত্যা করতো বলেও তিনি অভিযোগ করেন৷
তাৎক্ষণিক তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়৷ এভাবে দীর্ঘদিনধরে একের পর এক হামলা চালিয়ে যাত্রী,সহ আন্তঃজেলা পরিবহন শ্রমিকদের হয়রানী করে আসছেন হবিগঞ্জ সিলেট বিরতিহীন বাসের চেকার ও তাদের লোকজন৷
এ ঘটনায় নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে, নবীগঞ্জ থানার এস আই, আব্দুল ওয়াদুদসহ অন্যান্য পুলিশ সদস্য নিয়ে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এ প্রতিনিধিকে তিনি জানান, তদন্ত মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে৷
আইনের উর্ধ্বে কেহ্ নন,সে যতই প্রভাবশালী বা শক্তিশালী হোক৷