নিজস্ব প্রতিনিধি” প্রতি বছরের ন্যায় এবারও বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের ইজ্জতনগর মসজিদে আল-খলিল কোরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ পরিচালিত মাস ব্যাপি ক্বেরাত প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে শুক্রবার পুরুষ্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মসজিদ কমিটির সভাপতি মোতাব্বির হোসেনের সভাপতিত্বে এবং ইমামও খতিব মাওলানা আশিকুর রহমানের পরিচালনায় অনুষ্টিত মাহপিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল-খলিল কোরআন শিক্ষা বোর্ডের অন্যতম নীতি-নির্ধারক মাওলানা আব্দুল হাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও মিরপুর প্রেসক্লাবের সভাপতি সমুজ আলী রানা।
অন্যান্যের মাঝে উপস্হিত ছিলেন মিরপুর আলিফ সোবাহান ডিগ্রী কলেজের প্রভাষক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ইউপি সদস্য শফিকুল ইসলাম, মসজিদ কমিটির সেক্রেটারি জুয়েল মিয়া, হাজী আবুল হোসেন, হাজী আরজু মিয়া, মোয়াজ্জিন আব্দুল গনি, শাহনেওয়াজ, মাওলানা নুরুদ্দিন, মো জহিরুল ইসলাম প্রমুখ।
শেষে প্রবাসি সহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে মুনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি মাওলানা আব্দুল হাই।