1. admin@notunkurisylhet.com : notun :
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের চাকরী নিতে কোটায় বাবা হলেন নি:সন্তান চাচা তাহিরপুরে নানা আয়োজনে প্রতিবন্ধী দিবস পালিত নওগাঁতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আত্রাইকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত উপজেলা গড়তে চান ওসি সাহাবুদ্দীন যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় চান্সপ্রাপ্তদের নিয়ে প্রি-ডিপার্চার সেশন অনুষ্ঠিত পাইকগাছার কপিলমুনিতে বিএনপি ও সহযোগীসংগঠনের আনন্দ মিছিল জিয়া প্রজন্ম দলের আহবায়ক কমিটি গঠন ট্রেনে নিচে কাটা পরে বাবা মেয়ের মৃত্যু হাকালুকি ভিউ ও এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালী’র বন্যায় ক্ষতিগ্রস্হ ১২ পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ মাদক সম্রাট রাসেল’কে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করে বর্ডার গার্ড বিজিবি

নবীগঞ্জের বড়চরে পঞ্চায়েতী কবরস্থান সরকারী উদ্ধারে উপজেলা প্রশাসন” গ্রামবাসীর স্বস্তি`

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ১১৮ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ জেলার  নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর গ্রামের কবরস্থান রকম সরকারি জায়গা নিয়ে দুপক্ষের দীর্ঘ কয়েক যুগের বিরোধের অবসান হয়েছে।

 

বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ একদল পুলিশসহকারে ঘটনাস্থলে গিয়ে সরকারি খাস খতিয়ানের ১৮৩২ দাগের কবরস্থান রকম ৭৬ শতক ভূমি জায়গা উদ্ধার করে সীমানা নির্ধারণ পূর্বক লাল নিশান টানিয়ে দেন।

 

উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে ভবিষ্যতে উক্ত কবরস্থানে গ্রামের যেকোনো মৃত ব্যক্তির লাশ দাফনে বাঁধা আপত্তি থাকবেনা বলে নির্দেশ দেয়া হয়।

দীর্ঘদিন ধরে গ্রামের দুটি পক্ষের মধ্যে বিরোধ মীমাংসা হওয়ায় গ্রামবাসী মধ্যে স্বস্থি বিরাজ করছে।

 

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পানিউমদা ইউনিয়নের চেয়ারম্যান ইজাজুর রহমান, গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খান, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ মুহিত, সাধারণ সম্পাদক মহিবুর রহমান চৌধুরী তছনু, সাবেক সাধারণ সম্পাদক  সেলিম তালুকদার, সাবেক সহসভাপতি  এম মুজিবুর রহমান, সাংবাদিক ছনি চৌধুরী, সাংবাদিক সেলিম মিয়া ইউপি সদস্য হাফিজুর রহমান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ৷

 

২০২১ সালের ১০ অক্টোবর গ্রামবাসীর পক্ষে উক্ত সরকারি জায়গা উদ্ধারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেন, বড়চর গ্রামবাসীর  পক্ষে মোঃ লোকমান মিয়া,শাহ্ খোয়াজ আলী,শাহ্ তোফাজ্জল হোসেন, শাহ্ জাহেদ আলী৷ তারা অভিযোগে উল্লেখ করেন একই গ্রামের শাহ্ আব্দুল মতলিবের পুত্র শাহ্ আবু সুফি সহ তাদের লোকজন কর্তৃক সরকারী খাস খতিয়ানে অবস্থিত গ্রামের পঞ্চায়েতী কবরস্থান রকম ভূমি বিবাদীরা দখল করে পুরাতন গাছ কর্তন করে বিক্রি করে এবং এক্সেভেটার দিয়ে পুরাতন কবর উঠিয়ে জমি তৈরী করে নতুন চারা গাছ রোপন করেছেন,এবং বাউন্ডারী দেয়াল নির্মান করে কবরস্থান দখল করে আছেন৷

 

দখলবাজরা গ্রামের কেহ্ মারা গেলে ওই কবরস্থানে দাফন করতেও বাধা দেন এছাড়াও গুরুতর অভিযোগ তুলে ধরে অভিযোগ দায়ের করলে,এরপ্রেক্ষিতে ওই বিরোধীয়  জায়গা উদ্ধার করে প্রশাসন দখল উচ্ছেদ করেন,এই পবিত্র  কবরস্থানে ভবিষ্যতে কোন ব্যক্তি বা গোষ্ঠী   কারো লাশ  দাফনে কোনো ধরনের বাধা বিপত্তি দিলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের কঠোর হুশিয়ারী প্রদান করেন৷

 

দীর্ঘ দিনের বিরোধীয় কবরস্থান উদ্ধারে উপজেলা প্রশাসনকে গ্রামবাসী ধন্যবাদ জানান৷

 

এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting