বাহুবল প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের গাংধার গ্রামে সনাতন ধর্মালম্বীদের আখড়ার অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
এলাকাসূত্রে জানা যায়, গাংধার গ্রামের সনাতন ধর্মালম্বীদের পূজা – অর্চনার জন্য নির্মিত মদন মোহন জিউর আখড়ার উন্নয়নের জন্য আখড়ায় আগত ভক্তদের কাছ থেকে অনুদান প্রাপ্ত ১ লাখ ৭৫ হাজার টাকা বিশ্বাসে ঘাতকতা করে গাংধার গ্রামের মৃত জ্যোর্তিময় রায় ( মন্টু) এর পুত্র অনুপ রায় ( ৪৭) ও তার ভাই অমর রায় (৫৩) আত্মসাৎ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, গত বছর ওই আখড়ার মন্দির ও ঘর দরজা মেরামতের জন্য ভক্তদের কাছে থেকে অনুদানপ্রাপ্ত ১ লাখ ৭৫ হাজার টাকা আখড়ার কাজের জন্য ওই আখড়ার ক্যাশিয়ার অনুপ রায় এর কাছে গ্রামের পঞ্চায়েত কমিটির সিদ্ধান্তমতে জমা রাখা হয়।
উল্লেখিত টাকাগুলো আখড়ার কোনো কাজ না করিয়ে দীর্ঘদিন অনুপ রায় নিজের কাছে রেখে দেয়ায় পঞ্চায়েত কমিটি টাকা ফেরত দিতে চাপ প্রয়োগ করে। কিন্ত চালাক অনুপ রায় দেই- দিচ্ছি করে কয়েকমাস অতিবাহিত হয়ে গেলে পরে সে টাকা নেয়ার কথা অস্বীকার করে ফেলে।
অনেক চেষ্টা সাধনার পরও তার কাছ থেকে আখড়ার টাকাগুলো উদ্ধার করতে না পেরে একটি ধর্মীয় প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ করে ফেলায় গ্রামের পঞ্চায়েত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত ১৩ এপ্রিল হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পঞ্চায়েত কমিটির পক্ষে অনুপ রায় ও তার বড় ভাই অমর রায় কে আসামি করে ওই গ্রামের মৃত রামদাশ বৈষ্ণব এর পুত্র পরিতোষ সুত্রধর একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে ওই গ্রামের পঞ্চায়েত কমিটির নেতা অজয় চন্দ, মনোরঞ্জন রায়, চন্দন অধিকারী সহ একাধীক ব্যাক্তির সাথে আলাপ করলে তারা জানান, অনুপ ও তার ভাইয়ের কাছে আখড়ার অনুদানের রক্ষিত টাকা ফেরত চাইলে সে সবাইকে প্রানে হত্যার হুমকি দেয়।
এমন কি গ্রামে একটি দাঙ্গা হাঙ্গামা সৃষ্টির পায়তারা করে যাচ্ছে।যার কারনে আমরা গ্রামের শান্তিপ্রিয় পঞ্চায়েত কমিটি সুষ্টু বিচার পাওয়ার আশায় আদালতের আশ্রয় গ্রহণ করেছি। আশা করি আমরা আদালতে এর সুষ্টু বিচার পাব। এ ঘটনায় এলাকায় তোলাপাড় শুরু হয়েছে।