- বাহুবল প্রতিনিধিঃ বাহুবলে সৌদি প্রবাসী স্ত্রীকে হত্যার চেষ্টা পাষন্ড স্বামী জৈন উল্লাহ(৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে মঙ্গবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মানিকপুর গ্রামে।
জানা যায়,বাহুবল উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের মানিকপুর গ্রামের মৃত দরছ মিয়ার ছেলে জৈন উল্লাহ,র স্ত্রী মোছাঃ দিলারা আক্তার(৪০) দীর্ঘদিন যাবত আরব আমিরাত সৌদি প্রবাসে ছিলেন।
গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে তিনি দেশে ফিরে আসেন,দিলারা আক্তার পরিবারের অভাব অনটনের কারণে দেশে এক ছেলে ও এক মেয়েকে রেখে প্রবাসে চলে যান।সেখানে থাকা অবস্থায় নিজের উপার্জনের সব টাকা স্বামী জৈন আল্লাহ,র কাছেই পাঠাতেন।
মঙ্গবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে তুচ্ছ বিয়ষ নিয়ে ঝগড়াঝাটি শুরু হয়,এক পর্যায়ে স্বামী জৈন উল্লাহ তার স্ত্রী দিলারা আক্তারকে ঘরের দর্জা বন্ধ করে হত্যার চেষ্টা চালায়,এসময় দিলারা আক্তারের শোর-চিৎকার শুনে ঘরের দর্জা ভেঙে তাকে বাঁচানোর জন্য পাশের ঘরের দুধা মিয়ার ছেলে সামছু মিয়া সহ বাড়ির অন্যান্য লোকজন এগিয়ে গেলে জৈন উল্লাহ সামছু মিয়াকে দা-দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
এ ঘটনায় স্থানীয় ওয়ার্ড মেম্মার আব্দুর রউফ সহ বাড়ির লোকজন জৈন উল্লাহকে আটক করে রাখেন।খবর পেয়ে বাহুবল মডেল থানার এস আই জসিম উদ্দিনের একদল পুলিশ গিয়ে জৈন উল্লাহকে আটক ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
আশংকাজনক অবস্থায় সামছু মিয়া ও দিলারা আক্তারকে রাত প্রায় ১ টার দিকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এব্যাপারে স্থানীয় ওয়ার্ড মেম্বার আব্দুর রউফ জানান,জৈন উল্লাহ খুব খারাপ লোক,সে প্রায়ই তার স্ত্রী দিলারা আক্তারকে মারধোর করে,আমি ও চেয়ারম্যান আব্দুর রাজ্জাক কযেক বার তাদের বিষয়টি সমাধান করে দিয়েছি।
কিন্ত মঙ্গবার রাত প্রায় সাড়ে ১০ টার দিকে জৈন উল্লাহ ঘরের দর্জা বন্ধ করে স্ত্রীকে হত্যার চেষ্টা চালায়,আমরা জৈন উল্লাহকে আটক করে পুলিশে দিয়েছি এবং আহত সামছু মিয়া ও দিলারা আক্তারকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় বুধবার দিলারা আক্তারের মা সিতারা খাতুন বাদী হয়ে জৈন উল্লাহ,র বিরুদ্ধে বাহুবল মডেল থানায় মামলা দায়ের করেছেন মামলা নং(৬)-