বাংলা শুভ নববর্ষ ১৪২৯ শুভেচ্ছা, মেসেজ জানিয়েছে নতুন কুড়িঁ নিউজ পোর্টাল । আজ বাংলা নববর্ষ ১৪২৯ শুরু হতে যাচ্ছে।
সকল বাঙালি জাতি বিভিন্ন ঐতিহ্যবাহী কার্যকলাপের মাধ্যমে দিনটি বরণ করে থাকে। বাংলাদেশের পাশাপাশি ভারতের ত্রিপুরায় বসবাসরত বাসিন্দারাও এই দিনটিকে বরণ করে থাকে। তবে বর্ষ বরণের তারিখটি বাংলাদেশ এবং ভারতে আলাদা।
প্রতিবছর বাংলাদেশে ১৪ই এপ্রিল এবং ভারতের ১৫ই এপ্রিল পহেলা বৈশাখ উদযাপিত হয়ে থাকে। নববর্ষের উল্লেখযোগ্য ঐতিহ্যবাহী একটি অনুষ্ঠান হল শোভাযাত্রা। ইউনেস্কো এই উল্লেখযোগ্য উৎসবকে মানবতা অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে আখ্যায়িত করে।
বিভিন্ন ঐতিহ্যবাহী অনুষ্ঠানের পাশাপাশি বাঙালিরা পহেলা বৈশাখের প্রথম দিনে সবাইকে শুভ নববর্ষ বলে একে অপরকে শুভেচ্ছা জানিয়ে থাকে। নববর্ষ উদযাপনের ইতিহাস ঘাঁটলে জানা এটি অনেক পুরানো সংস্কৃতি।
পহেলা বৈশাখে শাড়ি একটি অন্যতম আকর্ষন। এই দিনে বিভিন্ন ধরনের অনুষ্ঠান বাংলাদেশের উদযাপন হয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য অনুষ্ঠানগুলো হল মঙ্গল শোভাযাত্রা, বইমেলা, ঘোড়া মেলা, সংস্কৃতিক অনুষ্ঠান, চট্টগ্রাম এবং পার্বত্য জেলায় আদিবাসীদের বর্ষবরণ ইত্যাদি ।
সকল মানুষ এসব অনুষ্ঠানে অংশগ্রহণ না করলেও সবাই একে অপরকে শুভেচ্ছা বার্তার মাধ্যমে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে থাকে। তাই নতুন বর্ষ উদযাপনের জন্য আমরা এখানে শুভ নববর্ষ ২০২২ এর শুভেচ্ছা, মেসেজ ও কবিতা প্রদান করলাম। এ সকল মেসেজ এবং কবিতার মাধ্যমে আপনি পরিবারের সদস্য ও বন্ধুদের শুভেচ্ছা বার্তা পাঠাতে পারেন।