স্টাফ রিপোর্টার।। বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের খোজারগাও গ্রামে বাড়ির সীম সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী সহ ৪ জন আহত হয়েছেন।
গুরুতর আহত অবস্থায় তাহির আলী ও তার স্ত্রী আম্বিয়া খাতুনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকাল ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত ছুরত আলীর পুত্র আমির তার বসতভিটা বিক্রি করে পাশের জমিতে বাড়ি করেন। এদিকে তার বসতভিটা তার চাচা আছকির আলীর নিকট বিক্রি করলেও বিক্রিত জায়গা না দিয়ে অন্য জায়গা দখল দেয়ায় অপর চাচা তাহির আলীর বাড়ির রাস্তা বন্ধ হয়ে পড়ে।
এনিয়ে তাহির আলী ও আছকির আলীর মধ্যে বিরোধ দেখা দিলে মুরুব্বিয়ান মিমাংসার লক্ষ্যে একাধিক সালিশ বিচারে বসেন। কিন্তু আমির আলীর অসহযোগিতার কারণে এর সমাধান না হওয়ায় তাহির আলী এক বছর আগে আদালতে ১৪৪ ধারা মামলা করেন।
মামালটি বিচারাধীন রয়েছে।
মামলা চলমান অবস্থায় শুক্রবার বিকালে আমির আলী, তার ছেলে শিশু হাবিব হত্যা মামলার আসামী শামীম ও আছকির আলী প্রতিপক্ষের তাহির আলীর উপর হামলা চালায়।
এসময় তাকে রক্ষায় এগিয়ে গেলে তার স্ত্রী আম্বিয়া খাতুন ও তার মেয়েকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।