নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে ভাই ভাতিজার বেধরক মারপিঠে ব্যবসায়ী কালা মিয়া গুরুতর আহত হয়েছেন,ঘটনাটি ঘটেছে ৬ এপ্রিল বুধবার সন্ধা সাড়ে ৬টার দিকে উপজেলার ভাটপাড়া গাজীপুর গ্রামে।
জানা যায়,বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নের ভাটপাড়া গাজীপুর গ্রামের এবারত উল্লাহ,র ছেলে ব্যবসায়ী কালা মিয়ার দোকানে এসে তার বড় ভাই শহিদ উল্লাহ বিভিন্ন জিনিসপত্রের দাম জিজ্ঞেস করেন।এসময় কালা মিয়া চাল,সাবান ও তেল সহ বিভিন্ন পূণ্যের দাম বৃদ্ধি পেয়েছে বলে জানান।পূণ্যের দাম বৃদ্ধির কথা শুনেই উত্তেজিত হয়ে উঠে বড় ভাই শহিদ উল্লাহ।
এসময় দু-ভাইয়ের মধ্য কথা-কাটাকাটি শুরু হয়,এক পর্যায়ে শহিদ উল্লাহ ও কালা মিয়ার মধ্য হাতাহাতির ঘটনা ঘটে,এমতাবস্থায় শহিদ উল্লাহ,র ছেলে সোহেল মিয়া দোকানের ভিতরে এসে চাচা কালা মিয়াকে বেধরক মারধোর করলে কালা মিয়া গুরুতর আহত হয়।এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে কালা মিয়া রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে আসেন।
কালা মিয়ার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম,এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
হাসপাতালে আহত কালা মিয়া জানান,ভাই ভাতিজা দোকানে এসে আমাকে মারধোর ও দোকানে রক্ষিত প্রায় ২লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে।