বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলায় বাবা ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামের বাবা খুর্শেদ আলী ছেলে ছাত্রদল নেতা হেলাল মিয়া।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে হবিগঞ্জ পলিটেকনিক্যাল কলেজের চতুৃৃর্থ সেমিষ্টারের ছাত্র রাজন মিয়াকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে এলাকার কয়েকজন সন্ত্রাসীরা।