বাহুবল প্রতিনিধি।। বাহুবল উপজেলার বালিচাপড়া গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ভাই -ভাতিজাদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত ইছার উদ্দিন (৬০) ওই গ্রামের সিকান্দার আলীর ছেলে। তিনি ভাই-ভাতিজাদের হামলায় গত ২৫ মার্চ সকাল ৯ টার দিকে গুরুতর হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ( ৩১ মার্চ ) সকাল ৭ টায় মারা যান।
এ হত্যাকান্ডের বিষয়টি আপোষে মিমাংসার চেষ্টা চলছে বলে জানা গেছে। হামলাকারীরা হচ্ছে ইসলাম উদ্দিন ও তার ছেলে জিহাব মিয়া।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জের ধরে ইসলাম উদ্দিনের সাথে তার ভাই নিহত ইছার উদ্দিনের বিরোধ চলছিল। এর জের ধরে গত ২৫ মার্চ সকাল ৯টার দিকে ইসলাম উদ্দিন ও তার ছেলে জিহাব মিয়া প্রতিপক্ষ ইছার উদ্দিনকে কুপিয়ে রক্তাক্ত করেন। এসময় স্থানীয় লোকজন গুরুতর আহত ইছার উদ্দিনকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কিন্তু তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর আজ বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে ইছার উদ্দিন মারা যান।
এদিকে বৃদ্ধ মারা যাওয়ার পরপরই প্রভাবশালী প্রতিপক্ষ হত্যাকান্ডের ঘটনাটি ধামাচাপা দিতে আপোষ মিমাংসার নামে দৌড় ঝাপ শুরু করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে বাহুবল মডেল থানার ওসি ( তদন্ত) জানান, বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ থানায় কোন অভিযোগ দেয়নি।