সাগর আহমেদ বাহুবল প্রতিনিধি” হবিগঞ্জের বাহুবল উপজেলায় আনসার ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৯ মার্চ এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হবিগঞ্জের জেলা কমান্ড্যান্ট অরুপ রতন পাল।বিশেষ অতিথি ছিলেন আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক বাহুবল শাখার ব্যবস্থাপক চানু লাল দাস চৌধুরী, বাহুবল মডেল থানার ওসি রকিবুল ইসলাম খান, আনসার ও ভিডিপি হবিগঞ্জের সার্কেল এ্যাডজুডেন্ট শুভাশিষ চক্রবর্তী,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বানিয়াচং আতাউর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মাধবপুর কামরুল হাসান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বাহুবল মোছাম্মৎ মোর্শিদা আক্তার ।অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক অসীম চন্দ্র দাস। সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা দলনেতা মোঃ আব্দুল মোমিন , বাহুবল সদর ইউনিয়ন দলনেতা মোঃ হেলাল মিয়া, ভাদেশ্বর ইউনিয়ন দলনেতা তাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে আনসার ভিডিপি সদস্য সদস্যা উপস্থিত ছিলেন।