নবীগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুরে মহাসড়কে এনা পরিবহনের একটি বাসের ধাক্কায় মাসুম (২৫) নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের বাড়ি বাহুবল উপজেলার পশ্চিম ভাদেশ্বর গ্রামে। সে ওই গ্রামের প্রবাসী সাহেদ মিয়ার পুত্র।
জানা যায়, সকালে জরুরি কাজে মোটর সাইকেল যোগে নবীগঞ্জে যাচ্ছিল মাসুম। ঘটনার সময় মাসুম তার এক আত্মীয়সহ দিনারপুর উচ্চ বিদ্যালয়ের সামনে পৌছামাত্র ঢাকা থেকে সিলেট গামী এনা পরিবহনের একটি বাস মোটরসাইকেলে পিছনে ধাক্কা দেয়। এসময় মাসুমসহ তারা দুই জন মহাসড়কের পাশে চিটকে পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুমকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে।