1. admin@notunkurisylhet.com : notun :
মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গভীর রাতে দুই যুবক কে আটকের পর পুলিশে সোপর্দ আত্রাইয়ে আমন ধানের বাম্পার ফলন,কৃষকের মুখে হাসি বানিয়াচংয়ে সেনাবাহিনীর অভিযানে ৮০ বছরের মাদক ব্যাবসায়ী স্বামী স্ত্রী গ্রেফতার জুড়ীতে এক অসহায় পরিবারের  উপর হামলা ভাঙচুর  করে পৈত্তিক বিটা থেকে উচ্ছেদের অভিযোগ অপরাধমূলক কার্যক্রম বন্ধে তাহিরপুরে বিজিবির সচেতনতামুলক সভা এসআই সবুর ও ডিবির এসআই ওয়াসিম কৃর্তক সাংবাদিক সজীবকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক মো: শাহ আলম আত্রাইয়ে জাতীয় যুব দিবস পালিত নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা বানিয়াচংয়ে গভীর রাতে সেনাবাহিনী পুলিশের যৌথ অভিযানে ওএমএসের ৭৪ বস্তা চাউল জব্দ, আটক ২

নবীগঞ্জে দাসেরকোণা গ্রামে হামলা লুটপাঠের মামলার পলাতক আসামীদের হুমকিতে নিরাপত্তাহীন বাদী পরিবার

নবীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৩৭৮ বার পঠিত

নবীগঞ্জ  প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের  বাউশা ইউনিয়নের দাসেরকোণা গ্রামে একদল প্রভাবশালী লাটিয়াল বাহিনীর কান্ড! দিন দুপরে প্রাণনাশক অস্ত্র দিয়ে একটি অসহায় পরিবারের লোকজনের ঘরবাড়িতে হামলা,লুটপাট দু’দফা রক্তাক্ত জখমীর ঘটনায় নবীগঞ্জ থানায় মামলা দায়ের করে পড়েছেন বিপাকে৷

 

পলাতক আসামীদের হুমকিতে মানবেতর জীবনযাপন করছেন নির্যাতনের শিকার অসহায় পরিবারের লোকজন দাবী করছেন৷ আসামীরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করার অপচেষ্টা চালিয়ে আতংক সৃস্টি করছে বলেও অভিযোগ রয়েছে৷

 

স্থানীয় সংবাদকর্মীদের নিকট গতকাল অভিযোগ করে বলেন, উপজেলার দাসের কোণা গ্রামের শেফু মিয়া জানান,তাদের ভোগ দখলীয় ও মালিকানাধীন জায়গা জোর পূর্বক দখল করতে একই গ্রামের মৃত আছকির মিয়ার পুত্র আমরু মিয়ার নেতৃত্বে তাদের জায়গা দখল করতে বিগত ২৯ জানুয়ারি তাদের দলবল নিয়ে দেশীয় অস্ত্র শস্ত্র সহকারে হামলা ভাংচুর ও লুটপাট চালিয়ে শেফু মিয়ার বড় ভাই ওমান প্রবাসী খসরু মিয়া (৪০) সহ তাদের পক্ষের লোকজনকে আহত করে ঘরবাড়িতে হামলা চালায়৷

 

তাকে আশংকাজনক অবস্থায় প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে তার অবস্থার অবনতি ঘটলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি চিকিৎসা শেষে গত ২৪ ফেব্রুয়ারী এঘটনায় নবীগঞ্জ থানায় ২৫ জনকে আসামী করে মামলা এফ,আই,আর ভুক্ত হয়৷

 

অপর দিকে একই ঘটনার জেরধরে গত ১১ ফেব্রুয়ারিতে শেফু মিয়ার আপন চাচাতো ভাই ৩য় শ্রেণীর ছাত্র শিশু আব্দুর রেজাককে উপরি মিয়া ও তার ছেলে স্বপন মিয়া ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখমী করে,এ ঘটনায় ও নবীগঞ্জ থানায় শিশু আব্দুর রেজাকের পিতা বাবরু মিয়া বাদী হয়ে হামলাকারী  পিতা-পুত্রকে আসামী করে আরেকটি মামলা ৩ মার্চ নবীগঞ্জ থানায় মামলা রেকর্ড হয়৷

 

পৃথক দুই ঘটনায় পলাতক আসামী ছানু মিয়া, দয়া মিয়া, সাজন মিয়া, উপরি মিয় ও স্বপন মিয়া সহ দীর্ঘ দিন আসামীরা পলাতক থেকে উভয় মামলার বাদী পরিবারকে আবারো প্রাণনাশের হুমকি দিয়ে গত শুক্রবার সকাল ১১টায় শিশু আব্দুর রেজাকের পিতাকে রাস্তায় পথরোধ করে প্রাণে হত্যার উদ্দেশ্য হামলা চালালে স্থানীয়দের সহায়তায় হামলাকারীদের কবল থেকে রক্ষা পান,এঘটনায় নবীগঞ্জ থানার এস,আই সম্রাট মিয়াকে অবহিত করেছেন বলেও জানান বাদী পরিবার, এবিষয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন নির্যাতনের শিকার অসহায় পরিবারের লোকজন৷

এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting