নতুন কুড়িঁ নিউজ” হবিগঞ্জের বাহুবলে আলোচিত আল আমিন হত্যা মামলার আসামী এনামুল হককে গ্রেফতার করেছে বাহুবল মডেল থানা পুলিশ।
গত বুধবার (১৬মার্চ) রাতে হবিগঞ্জ টাউন হল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এনামুল হক বাহুবল সদর ইউনিয়নের কাইতগাও গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
জানা যায়,গত ১৮ জানুয়ারি বাহুবল উপজেলার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো: আজমল হোসেন চৌধুরীর নির্বাচনী গণসংযোগে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এসময় আল আমিন ছুরিকাঘাতে নিহত হয়।
এ ঘটনায় আল আমিনের বাবা ছায়েদ মিয়া বাদী হয়ে বাহুবল মডেল থানায় প্রায় ১৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এ মামলার অন্যান্য আসামীরা জামিনে থাকলেও এনামুল হক (২৩) আত্মগোপনে ছিল দীর্ঘদিন।
বুধবার দিবাগত রাতে মামলার তদন্ত কর্মকর্তা এস আই মোঃ জসীম উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ নিয়ে হবিগঞ্জ সদরের টাউন হল এলাকায় অভিযান চালিয়ে এনামুলকে গ্রেফতার করতে সক্ষম হন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল সদর ইউনিয়নের রাজাপুর বাজারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরীর ঘোড়া প্রতীকের সমর্থনে গণসংযোগ চলছিল। এসময় একদল দুর্বৃত্ত আজমল হোসেন চৌধুরীর উপর হামলার চেষ্টা করে এমতাবস্থায় আল আমিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
স্থানীয় লোকজন তাৎক্ষণিক আল আমিনকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এস আই মোঃ জসীম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, এনামুল হক ঘটনার পর থেকে আত্মগোপনে ছিল বুধবার রাতে হবিগঞ্জ টাউন হল এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।