বাহুবল প্রতিনিধি।। বাহুবল উপজেলার ফয়জাবাদ হিলে অবস্থিত মুছাই এলাকায় লেবু বাগানে অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতি সাধন করেছে দূর্বৃত্তরা। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন লেবুর বাগানটি জ্বালিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, বাহুবল উপজেলার তিতারকোনা গ্রামের হাজি বসর উদ্দিনের ছেলে আব্দুল আলী নানুর মালিকানাধীন মুছাই এলাকায় লেবু, আনারস, কাঁঠাল ও পেয়ারাসহ বিভিন্ন ফল-ফলাদির বাগান রয়েছে। এদিকে বাগান মালিক আব্দুল আলী নানুর সাথে তার প্রতিবেশী আব্দুল মালেক গংদের বিরোধ চলে আসছে। এনিয়ে চলছে মামলা মোকদ্দমা।
আব্দুল আলী নানু জানান, এ বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন গত ১২ মার্চ রাতে ক্ষতি সাধনের উদ্দেশ্যে তার বাগানে অগ্নিসংযোগ করে ফল-ফলাদির গাছ জ্বালিয়ে দিয়েছে। এতে ফলন্ত গাছ-গাছালি পুড়ে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে বাগান মালিক জানান।