এফ আর হারিছ, বাহুবল থেকেঃ বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান শাহ মাহবুবুর রহমান ( সফিক) আর নেই ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শাহ মাহবুবুর রহমান দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিক, কিডনি ও বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভোগেছিলেন।
রবিবার বেলা ২ টা ৩০ মিনিটে পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে তাহার জানাজার নামাজ অনুষ্ঠিত হইবে।
তিনি ১৯৭৭ ইং থেকে ২০০৩ ইং পর্যন্ত একটানা পুটিজুরী ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। মধ্যখানে কয়েক বছর অবসরে থাকার পর ২০১১ সালে পুটিজুরীবাসি আবার তাকে পূনঃরায় চেয়ারম্যান নির্বাচিত করেন।
সততার সঙ্গে দায়িত্ব পালন করে ২০১৬ সালে তিনি স্বেচ্ছায় অবসরে চলে যান। এছাড়া তিনি ছাত্র জীবন থেকে ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। নীতি আদর্শ বহাল রাখতে তিনি অধ্যবধি পর্যন্ত বাংলাদেশ কমিউনিষ্ট পাটির হবিগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন।
শাহ মাহবুবুর রহমানের মৃত্যুতে পুটিজুরী ইউনিয়নের চেয়ারম্যান ও কেন্দ্রীয় তাতীঁ লীগ নেতা আলহাজ্ব মোঃ মুদ্দত আলী ও বৃন্দাবন চা বাগানের সাবেক জিএম মোঃ ফয়েজ আহমেদ কুতুবী গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। মৃত্যুকালে তিনি ২পুত্র, ১ কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শাহ মাহবুবুর রহমান এর মৃত্যুতে পুুরো বাহুবল উপজেলাজুড়ে এক শোকের পরিবেশ সৃষ্টি হচ্ছে।