বাহুবল প্রতিনিধি।। হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের পাশে ডুবাঐ বাজারের কাশফুল দোকানের সন্নিকটে স্হানীয় খাসের গাও গ্রামের ইসমাইল মিয়ার জমিতে অবৈধ ভাবে সাদা মাটি উত্তোলন করে স্তুুপ করে ঢাকায় পাচার করছে স্হানীয় হিলালপুর গ্রামের হিরা মিয়ার পুত্র সমুজ মিয়া, মহিষদুলং গ্রামের জিরা মিয়ার পুত্র ছালিক মিয়া প্রমুখ প্রভাবশালী ব্যক্তি। তারা প্রশাসনের নাকের ডগায় এমন অবৈধ ব্যবসা পরিচালনা নিয়ে জনমনে বিরূপ প্রতিক্রিয়া বিরাজ করছে। ২ রা মার্চ সরেজমিনে ঘটনাস্থলে গেলে এ চিত্র দেখা যায়। ঘটনাস্থলে না পাওয়া ছালিক মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান আমরা ডিসি থেকে ওসি পর্যন্ত মেনেজ করে এ ব্যবসা চালিয়ে যাচ্ছি। আমি নিয়মিত প্রশাসনকে কমিশন দিচিছ। এ বিষয়ে জানার জন্য উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমার সরকারি মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে সাড়া পাওয়া যায়নি।