সাগর আহমেদ, বাহুবল থেকেঃ বাহুবলে বেপরোয়া পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক ও আরোহী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গুরুতর আহত মিজানুর রহমান নামে এক মুমূর্ষ রোগীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে মিজানুর রহমান ও সফিক নামে দুই ব্যক্তিকে মোটর সাইকেল আরোহী আহত অবস্থায় বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,ঘটনাটি ঘটেছে ২৬, ফেব্রুয়ারি বিকেল, ৩টার দিকে বাহুবল উপজেলার ডুবাঐ বাজার বিজলী নামক ব্রীজের উপর। এ ঘটনায় ঘাতক পিকআপভ্যান গাড়িটি ডুবাঐ বাজার কমিটির সভাপতির জিন্মায় দেয়া হয়েছে বলে স্থানীয় সূত্র দাবি করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাহুবল উপজেলা সদর থেকে দুবাঐ বাজার গামী পিকআপ ভ্যনের সাথে মোটরসাইকেল ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেল আরোহী ও চালক উভয়ই আহত হন।
আহত উপজেলার চন্দনীয়া গ্রামের জাহির পুত্র মিজানুর রহমান ও সফিক মিয়া এবং আব্দাকালাম গ্রামের উজ্জ্বল মিয়া গুরুতর আহত হয়।