স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ঘোলডুবা শ্যামলী গ্রামে
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র প্রতিপক্ষের বেপরোয়া হামলায় মৃত কাচা মিয়ার ছেলে আব্দুল হান্নান (৪০) নামের এক
ব্যক্তির মাথা ক্ষত-বিক্ষত হয়ে তিনি গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল
প্রেরণ করেন।
আহতের অবস্থা আশংকাজনক বলেও জানাগেছে, এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি শঙ্কামুক্ত নয় বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে৷ আহতের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানাযায়,২১শে ফেব্রুয়ারি সকাল অনুমান ১০ টায় ঘোলডুবা ,শ্যমলি গ্রামের কাপ্তান মিয়ার বাড়ির সামনে সরকারী পুকুরের নিকটে ওই গ্রামের লাল মিয়ার পুত্র জুবায়ের এর সাথে তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে সে আব্দুল হান্নানের পিছন দিক থেকে লোহার রড নিয়ে তার উপর বেপরোয়া হামলা করে তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় কয়েকটি আঘাত করিলে হান্নানের মাথা ক্ষত-বিক্ষত হয়ে গেলে সে মাটিতে লুটিয়ে পড়ে৷ এসময় স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি রয়েছেন৷
শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের পারিবারিক সূত্র জানিয়েছে৷