আজিজুল হক সানু: বাহুবলের উপজেলা সদরস্থ বাজারে অবৈধ গাড়ী পার্কিং নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে।
যার কারনে সড়কে হর-হামেশা দীর্ঘ যানজটে জনজীবন দুর্বিষহ হয়ে উঠছে। সাধারণ মানুষের কোন বাধাবিপত্তি কেউ শোনছে না। এতে চরম জনদুর্ভোগ বাড়ছে।
শুধু তা-ই নয়,সন্ধার পর দ্বিগুণ বাড়ায় জিন্মি হয়ে সাধারণ মানুষেরা চলতে হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা সদরটি খুবই গুরুত্বপূর্ণ স্থান। গ্রামগঞ্জ তথা বিভিন্ন এলাকার লোকজন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, উপজেলা পরিষদ, থানায় পুলিশি সেবা এবং সদরস্থ বাজারে নিত্যপ্রয়োজনে প্রতিনিয়ত মানুষজন আসা-যাওয়া করছেন।
এমনকি,স্কুল,কলেজ ও মাদরাসায় অসংখ্য শিক্ষার্থীর চলাচলতো আছেই। গুরুত্বপূর্ণ এমন সড়কটির উপর প্রতিদিন যানজট সৃষ্টি হচ্ছে। স্থানীয় ব্যবসায়ী সানু,সোহেল,ফজলুর রহমান জানান, সড়কে সিএনজি অটোরিকশা ও টমটম গাড়ীর অবৈধ পার্কিংয়ের কারনে যানজট সৃষ্টি হচ্ছে।
ওরা নিয়মনীতি না মেনে নিজেদের খেয়ালখুশিতে সড়কে গাড়ী রাখছে।
এমনকি দোকানের সামনেও গাড়ী দাড়িয়ে রেখে ক্রেতাদের দোকানে প্রবেশপথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলছে।
আপত্তি দিয়েও কাজ হয়নি। প্রত্যক্ষদর্শী ছাদিকুর রহমান, ছানি আহমেদ জানান, যানজটের কবলে পুলিশ ও রোগীবহকারী এন্বোলেন্সও আটকা পড়ছে।
তারা আরও বলেন, এসব দেখার যেন কেউ নেই। জনভোগান্তি বাড়লেও প্রতিকারের কেউ নেই বললেও মন্তব্য করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমার সাথে যোগাযোগ করতে ফোন করা হলেও ফোন রিসিভ না করার প্রতিকার মূলক মতামত নেয়া যায়নি।