নতুন কুড়িঁ নিউজ : হবিগঞ্জের বাহুবলের আশ্রয়ণ প্রকল্পে হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
জানা যায় ১৮ ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে উপজেলার পুটিজুরী আশ্রয়ণ প্রকল্প নির্মাণ কাজ পরিদর্শনকালে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ গাজী অসহায়দের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা, সহকারী কমিশনার ভূমি জনাব রেহানা মজুমদার মুক্তি,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, ২নং পুটিজুরী ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মুদ্দত আলী ভাই, উপজেলা যুবলীগের যুগ্নআহ্বায়ক এম রশিদ ভাই, বাহুবল উপজেলা দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদের সভাপতি হুমায়ন রশিদ জাবেদ,উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ দুলাল মিয়া।