চুনারুঘাট প্রতিনিধি” হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে ১৬ ফেব্রুয়ারিতে স্বামী আলমগীর মিয়া’র সাথে ঘুরতে এসেছিলো নাসিরনগর উপজেলার আলী মিয়া’র কন্যা হতভাগী আসমা বেগম (২৩)।
সিএনজি রিজার্ভ করে সাতছড়ী এসে স্বামী স্ত্রী জঙ্গলের ভেতর ঘুরতে যান, পরে ভিতর থেকে ঘন্টা খানেক পর স্বামী একা এসে চলে যেতে চাইলে সিএনজি ড্রাইভার আলমগীর মিয়াকে জিজ্ঞেস করে আপনি একা কেন ভাবি কই।
এ বিষয়ে তার স্বামী জানায় এখানে আমার এক আত্মীয়র বাড়িতে রেখে রয়েছে ।
সিএনজি ড্রাইভারের মনে সন্দেহ হলে সে মধবপুর থানা পুলিশকে জানায়।
তখন মাধবপুর থানা-পুলিশ ও সিএনজি ড্রাইভার ১৬ ফেব্রুয়ারি বিকেলে খুঁজাখুঁজি করে তাকে পেয়ে সন্ধ্যার পরে চলে যান। ১৭ ফেব্রুয়ারি সকালে আবারও খুজতে শুরু করে একপর্যায়ে গভীর জঙ্গলে ৫ মাসের অন্তঃসত্ত্বা হতভগী আসমা বেগমের মৃতদেহ খুঁজে পাওয়া যায়।এ রিপোর্ট লেখা পর্যন্ত মাধবপুর থানায় মামলার প্রস্তুতি চলছিল।