বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি” হবিগঞ্জের বাহুবল উপজেলার ডুবাঐ এলাকা থেকে আতঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের দেয়া তথ্যমতে ভাটপাড়ার ডাকাত লুৎফুরের বাড়ি থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।
আটক ডাকাতদ্বয় হচ্ছে পুটিজুরী ইউনিয়নের দক্ষিন ডুবাঐ গ্রামের সহিদ মিয়া ছেলে আতঃজেলা ডাকাত দলের সদস্য রুবেল (২৩) ও তার সহযোগী একই এলাকার গিরাস মিয়ার ছেলে ইব্রাহিম ওরফে লদা (২৫)। সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে ডুবাঐ বাজার থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, আটক ডাকাত রুবেল ও লদা মিয়া শায়েস্তাগঞ্জে একটি ডাকাতির ঘটনার সাথে জড়িত। এ অভিযোগে শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেবের নেতৃত্বে একদল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশের সহযোগিতায় তাদের আটক করে।
এসময় বাহুবলের ইউএনও মহুয়া শারমিন ফাতেমা এবং বাহুবল-নবীগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আবুল খায়ের এর উপস্থিতিতে ডাকাত রুবেল ও লদার দেয়া তথ্য মতে ডাকাতির কাজে ব্যবহৃত গাড়ির মালিক ভাটপাড়া গ্রামের আতঃজেলা ডাকাত লুৎফুরের বাড়ি থেকে লুণ্ঠিত কিছু মালামাল উদ্ধার করে পুলিশ।