আন্তর্জাতিক মানের মোফাচ্ছির মাওলানা এহসানুল হক খান রচিত এবং বাংলার প্রখ্যাত মোফাচ্ছিরীনদের সমর্থিত দুইখানা কিতাব ইলমে তাফসিরের মৌলিক বিষয় বস্তু সম্বলিত গ্রন্থ “আত্-তাইসির ফি উলুমিত তাফসির” আরবী ভাষায় রচিত আরবী ভাষায় এবং “আহলে সুন্নাতওয়াল জামাত পরিচিতি” কিতাব বাংলায় রচিত। এই কিতাবখানা সর্বস্তরের মুসলমানদের জন্য প্রযোজ্য।
বিশেষ করে উল্লেখিত গ্রন্থদ্বয় তাফসির জামাতের ছাত্র এবং শিক্ষকগণের জন্য প্রযোজ্য।
***********************************************
হবিগঞ্জ-সিলেট-ঢাকা- চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে।
***************************************
বিঃদ্রঃ গ্রন্থদ্বয়ের লেখক হবিগঞ্জের ঐতিহ্যবাহী জামেয়া হুসাইনিয়া মিরপুর মাদ্রাসার সাবেক শায়খুল হাদীস ও নাজিমে তালিমাত, ফাজিলে জামেয়া দারুসসুন্নাহ গলমুকাপন সিলেট, উস্তাদুল হাদিস ও তাফসীর- জামেয়া হুসাইনিয়া শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
(মোবাইল নম্বর -০১৭১৫-৯৩০৮৮৭)